মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৯৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল (৮ সেপ্টেম্বর) শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মরক্কোতে অন্তত ২৯৬ জন নিহত হয়েছে।
মরক্কোর অ্যাটলাস পর্বতমালার কাছে ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা- ইউএসজিএস।
ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকাশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাকাশ শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ায় অনেক বাসিন্দা আটকা পড়েছে বলে জানা গেছে।
উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।