ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গায়েবি মামলা বলতে কোনো মামলা আছে কি-না জানেন না আই‌জি‌পি।

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, গায়েবি মামলা বলতে কোনো মামলা আছে কি-না তিনি জানেন না। তবে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা জানালে তদন্ত করে দেখবেন।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বগুড়ার নবাব বাড়ি মোড়ে পুলিশ প্লাজা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আইজিপি বলেন, ‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে পুলিশ বর্তমানে সুসংগঠিত। এদের নিয়ন্ত্রণে পুলিশের সব ধরনের সক্ষমতা রয়েছে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। পুলিশ সব সময় নির্বাচন কমিশনের অধীনে থেকে এই দায়িত্ব পালন করে আসছে।

সংবাদ সন্মেলনে আইজিপি আরও জানান, নির্বাচন বানচালে যেকোনো অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে আজ দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে পুলিশ প্লাজার উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা আওয়ামী সভাপতি মজিবর রহমান মজনু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।