ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের নৌ-ড্রোন এবং ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ১১টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের ওই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।

তাস বার্তা সংস্থা আরও জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনীয় ড্রোনের আক্রমণ নিষ্ক্রিয় করে দিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের অন্তত ১১ টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে তাস জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের সেনারা কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি নৌবহরেও নৌ-ড্রোন এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। ওই হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজ ‘ভ্যাসিল বাইকভ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন গতকালও ক্রিমিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সেভাস্তোপল শহরের জাহাজ মেরামত পরিষেবা অঞ্চলে ১০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য ৭টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম হয়েছে। বাকি ক্রুজ মিসাইলগুলো মেরামতাধীন দুটি জাহাজে আঘাত হেনেছে।

ওই জাহাজগুলো পরে মেরামত করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অসংখ্য নৌ-ড্রোন এবং ড্রোন হামলা চালিয়েছে। ওইসব ড্রোনের বেশিরভাগই ধ্বংস করেছে রাশিয়া।#

পার্সটুডে/এনএম/১৪

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।