ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় বেলজিয়াম।

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৩ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় বেলজিয়াম। এরই মধ্যে বিষয়টি বিচার-বিবেচনা শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী।

গত মাসে নতুন করে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টি আবারও সামনে এসেছে। এরই মধ্যে ইউরোপের দুই দেশ ইতালি ও ফ্রান্স দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলেছে।

গত ২১ অক্টোবর মিশরের কায়রোতে শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গাজায় ইসরাইলি হামলা থামাতে হবে এবং সংকটের সমাধানে এমন একটি রোডম্যাপ তৈরি করতে হবে যার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের পথ সুগম হয়।

ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি করে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোতাকিসও বলেন, নতুন একটি শান্তি প্রক্রিয়া শুরু করতে হবে যেখানে ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনকেও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখা হবে।
এবার ফ্রান্স ও ইতালির বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল বেলজিয়ামের মন্ত্রীর কণ্ঠে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপের এই দেশটির সহযোগিতা ও নগর উন্নয়নবিষয়ক মন্ত্রী ক্যারোলিন গেনেজ বলেন, ‘তার সরকার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে।’
ক্যারোলিন গেনেজ আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য এটা দরকার।’ বেলজিয়ামের এই মন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকার সঙ্গে ইসরাইলের হানুন সীমান্ত ক্রসিং ও কারেম আবু সালেম ক্রসিংয়ের মাধ্যমে গাজায় আরো মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে ইসরাইলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গত ৭ অক্টোবরের আগে স্বাভাবিক একটি দিনে (গাজার বাসিন্দাদের) চাহিদা পূরণে ৫০০টি ট্রাকে করে সরবরাহের প্রয়োজন হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মিশরের সঙ্গে গাজার রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৬০০টি ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে।

বেলজিয়াম সরকার ফিলিস্তিনে মানবিক সহায়তার জন্য অতিরিক্ত আরো দুই মিলিয়ন ইউরো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঁচ মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বলেও জানিয়েছেন দেশটির এই মন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।