শর্তহীনভাবে সংলাপে বসার আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে চিঠি রাজনৈতিক দলগুলোকে দিচ্ছেন তেমন কোনো চিঠি এখনো পায়নি আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগ এখনো ডোনাল্ড লু’র চিঠি পায়নি।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের শর্তহীন সংলাপের আহ্বানে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবিধানের ভেতরে থেকেই সে আলোচনা হতে হবে বলেও ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে ডোনাল্ড লু’র কোনো চিঠি এসে পৌঁছায়নি। চিঠি পাওয়ার পর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে ডোনাল্ড লু’র চিঠি পাওয়ার পর শর্তহীন সংলাপের পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। তবে সংলাপের আগে পরিবেশ নিশ্চিত করার কথা বলেছে বিএনপি। আর আওয়ামী লীগের নেতারা বলছেন, তারা সংলাপে রাজি হলেও তা সংবিধানের আলোকে হতে হবে।
এদিকে জাতীয় পার্টির সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ ও ডোনাল্ড লু’র চিঠির বিষয়ে বিবৃতি দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা করা ভিসানীতির বিষয়টি স্মরণ করিয়ে বিবৃতিতে বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ভিসানীতি প্রয়োগ করা হবে।