ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘লঞ্চ সাইলোতে পরমাণু-সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রাশিয়া তার লঞ্চ সাইলোতে একটি পরমাণু ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে। হাইপারসনিক গ্লাইড ভেহিকেলে ক্ষেপণাস্ত্রটি সজ্জিত করা হয়েছে।

লঞ্চ সাইলোতে ক্ষেপণাস্ত্র সজ্জিত করার অর্থ হচ্ছে তা যেকোনো মুহূর্তে ছোঁড়া হবে। পরমাণু অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার দুই সপ্তাহ পর রাশিয়া এই পদক্ষেপ নিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভেজদা সংবাদমাধ্যম গতকাল (বৃহস্পতিবার) একটি ভিডিও সম্প্রচার করেছে যাতে দেখা যায় যে, কাজাখস্তানের কাছে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ওরেনবুর্গ প্রদেশের একটি স্থাপনায় অ্যাভানগার্ড হাইপারসনিক বুস্ট-গ্লাইড ভেহিকেলে কৌশলগত এ ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে।

এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে- এটি তার লক্ষ্যের কাছাকাছি যাওয়ার সাথে সাথে অ্যাভানগার্ড গ্লাইড যানটি রকেট থেকে আলাদা হয়ে যায় এবং শব্দের চেয়ে ২৭ গণ গতিতে তা লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। এ সময় ক্ষেপণাস্ত্রটির গতিবেগ থাকে ঘণ্টায় ২১,০০০ মাইল বা ৩৪ হাজার কিলোমিটার।

এর আগে ২০১৯ সালে প্রথম রাশিয়া ওরেনবুর্গের এই স্থাপনায় অ্যাভানগার্ড গ্লাইড যানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রেখেছিল।

রাশিয়ার সামরিক বাহিনী বলছে, কৌশলগত এই ক্ষেপণাস্ত্রকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা অসম্ভব। রাশিয়া তাদের এই ক্ষেপণাস্ত্রকে জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।#

পার্সটুডে/এসআইবি/১৭

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।