বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন জায়গায় সড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং হয়েছে; যানবাহনে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
এর আগে রবিবার রাতে খাগড়াছড়িতে মাটিরাঙার বাইল্যাছড়িতে গ্রীনল্যান্ড ও ঈগল পরিবহনের দু’টি গাড়ি পিকেটারদের কয়েক দফা হামলার শিকার হয়। এতে গাড়ির চালকসহ কয়েক যাত্রী আহত হয়।
মানিকছড়ির গোদার পার এলাকায়ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া, জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে সড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে, পিকেটিং করে। পুলিশ ধাওয়া দিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডের পাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া, জেলা শহরের বেউথা আঞ্চলিক সড়কে ঝটিকা মিছিল করে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির নেতৃত্বে মিছিলে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা অংশ নেন। এদিকে, বগুড়া শহরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। অন্যদিকে, হরতালের সমর্থনে ফুলবাড়ি কলেজ বটতলায় ও ঠনঠনিয়া এলাকায় বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়েছে। ভোরে নাটোরের সিংড়ার শেরকুল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।