ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ সা. সম্পাদক জয়ন্ত ভদ্র’কে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে সদর উপজেলায় জয়ন্ত ভদ্র জয় নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার নড়াইল-মাইজপাড়া সড়কের হাজীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত জয়ন্তকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হামলায় আহত জয়ন্ত ভদ্র চন্ডিবরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহযোগী শরিফুলকে নিয়ে মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বাড়ি যাচ্ছিলেন জয়ন্ত। তারা হাজীর বটতলা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে এবং জয়ন্তের ওপর হামলা চালায়। জয়ন্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে পাঠান।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘দলে আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।