ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘পনৌতি-ই-আজম’ বা ‘শ্রেষ্ঠ অপয়া’ বলে কটাক্ষ করেছে! বিজেপির পক্ষ থেকে পাল্টা জবাবে কংগ্রেসের নেতাদের ‘প্রকৃত অপয়া’ বলে কটাক্ষ করা হয়েছে।
আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চন্দ্রযান-২-এর ব্যর্থতা, করোনা এবং বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পরাজয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীকে দায়ী করেছে।
এর আগে, নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপিকে তার বক্তব্যের বিষয়ে নোটিশ জারি করে জবাব চাওয়া হয়েছে। রাহুল গান্ধীকে এজন্য ২৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেস ওই ঘটনায় না থেমে আজ সামাজিক মাধ্যমে ১৯৬০ সালের চলচিত্র ‘মুঘল-ই-আজম’ সিনেমার পোস্টারের আদলে তৈরি একটি পোস্টার পোস্ট করেছে। পোস্টারে তাকে ‘পনৌতি-ই-আজম’ বা শ্রেষ্ঠ অপয়া বলে কটাক্ষ করা হয়েছে।
কংগ্রেসকে পাল্টা জবাবে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেসের বর্তমান এবং সাবেক নেতাদের পাশাপাশি গান্ধী পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে তাদেরকে ‘প্রকৃত অপয়া’ বলে কটাক্ষ করেছেন।
প্রসঙ্গত, গত (মঙ্গলবার) কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি রাজস্থানে এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রীর নাম না করে তাকে অপয়া বা অশুভ বলে কটাক্ষ করেছিলেন। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের পরাজয় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভারত বিশ্বকাপ জিতেই যেত। কিন্তু পানৌতি (অপয়া) হারিয়ে দিল। জনতা সব জানে।
রাহুল গান্ধীর এ ধরণের মন্তব্যের পরে বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে নোটিশ জারি করে তাকে ওই বিষয়ে ২৫ নভেম্বরের মধ্যে জবাব দিতে বলেছে। ‘অপয়া’ মন্তব্যের পাশাপাশি মোদীকে টার্গেট করে তার বিরুদ্ধে ‘পকেটমার’ এবং ‘ঋণ মওকুফ’ সংক্রান্ত মন্তব্যের অভিযোগের পরিপ্রেক্ষিতেও রাহুল গান্ধীর কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। বিজেপির অভিযোগের ভিত্তিতেই গতকাল (বৃহস্পতিবার) নির্বাচন কমিশন ওই পদক্ষেপ গ্রহণ করেছে।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৪