ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এবার শীতে আসতে দেরী কেন?

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

গত দুদিন সারা দেশেই বৃষ্টি হয়েছে। এর কারণে শীত অনুভূত হচ্ছিল। এ বৃষ্টিই রাজধানীতে শীত নামিয়ে আনবে বলে মনে করেছেন অনেক।

তবে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে ঠাণ্ডা অনুভূত হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। জলীয় বাষ্পের পরিমাণ কমার পর শীত অনুভূত হবে।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, গত ২৯ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। যার কারণে সাগর থেকে জলীয় বাষ্প ভূমির দিকে চলে এসেছে। এর ফলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। আর জলীয় বাষ্প বেড়ে গেলে শীত কম অনুভূত হয়। তাই শীত এবার কিছুটা দেরিতে আসছে।

তিনি বলেন, বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় ঠাণ্ডা অনুভূত হয়েছে। তবে আজ সারা দিন তাপমাত্রা সামান্য বাড়বে। ফলে দিনের বেলা শীত সেভাবে অনুভূত হবে না।

এদিকে গত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে— অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় আর বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। সূর্যও উঠতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কি. মি.। শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।