ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রেললাইন কাটার পরিকল্পনা হয় বিএনপি নেতা কাউন্সিলর আজমলের বাসায়: পুলিশ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরে রেললাইন কাটার পরিকল্পনা হয় সিটি করপোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা হাসান আজমল ভুঁইয়া নেতৃত্বে। জয়দেবপুরে নিজের বাসায় দলটির জেলা ও মহানগরের কয়েকজন নেতা-কর্মী নিয়ে এই পরিকল্পনা করেন তিনি। এ ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তারের পর পুলিশ এই তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।

১৩ ডিসেম্বর ভোর-রাতে গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইনের ২০ ফুট অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।

পুলিশের তদন্তে বেরিয়ে আসে, এ ঘটনায় জড়িত গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়াসহ ৮ জনের নাম। রাজধানীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৭ জনকে।

পুলিশ জানিয়েছে, কাউন্সিলর আজমল তার বাসায় ১১ ডিসেম্বর রাতে জেলা ও মহানগর বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে বৈঠক করে এই নাশকতার পরিকল্পনা করেন।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ‘গত ১১ ডিসেম্বর দিবাগত রাতে ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা আজমল ভূঁইয়ার বাসাসহ বিভিন্ন স্থানে তাদের গোপন সভা হয়। সেখানে রেল লাইন কেটে নাশকতা ঘটানোর বিষয়ে সিদ্ধান্ত এবং পরিকল্পনা করা হয়। সভায় এ আলোচনা হয় যে, দলীয় উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে, বড় কোনো ঘটনা ঘটলে দেশ ও বিদেশে আলোড়ন সৃষ্টি হবে বিধায় তারা রেললাইনে নাশকতা ঘটানোর পরিকল্পনা করে। সরকারের বর্তমান নির্বাচনী কার্যক্রমকে বিতর্কিত করা এবং জনমনে ভীতি সঞ্চার করাই লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে নাশকতার ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।’

পরিকল্পনা অনুযায়ী, ১২ ডিসেম্বর কোনাবাড়ি এলাকা থেকে একটি গাড়ি ভাড়া করেন বিএনপির কর্মী জান্নাতুল ইসলাম ও মেহেদী হাসান। এর পর বিভিন্ন সরঞ্জাম জোগাড় করে কয়েকজন সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে রাত ৩টা থেকে ৪টার মধ্যে রেললাইন কেটে পালিয়ে যায় সবাই।

কমিশনার মাহবুব আলম আরও বলেন, ‘গত ১২ ডিসেম্বর সন্ধ্যার পরে কোনাবাড়ি থেকে একটি গাড়ি ঢাকা যাওয়ার কথা বলে ভাড়া করা হয়। কিন্তু ঢাকায় না গিয়ে ভাড়া করা গাড়ি নিয়ে তারা রেললাইন কেটে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বের হয়। তারা শিববাড়ী, জোড় পুকুরপাড়সহ আরও বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গাড়িতে উঠায়। গাজীপুর সদর থানার জোড় পুকুরপাড়ের ইবনে সিনহা তোহার বাড়ি থেকে রেললাইন কাটার যন্ত্রপাতি এবং দক্ষিণ সালনার উসমান গণির ভাড়া দেওয়া বাশ বাগান রেস্টুরেন্ট থেকে দুটি গ্যাস সিলিন্ডার গাড়িতে উঠায়। পরে শিববাড়ী মোড় থেকে আরও দুজন ব্যক্তিকে গাড়িতে উঠায়। আনুমানিক রাত দেড়টার দিকে বনখরিয়া এলাকায় ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরে বনের পাশে গাড়ি রেখে নাশকতাকারীরা পায়ে হেঁটে গ্যাস সিলিন্ডারসহ সরঞ্জমাদি নিয়ে বনখরিয়া চিনাই রেল ব্রিজের পাশে যায়। সেখানে সুযোগ বুঝে ভোর ৩টা থেকে ৪টার মধ্যে ২০ ফিট রেললাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলে তারা।’

এ ব্যাপারে গাড়িচালক সাইফুল বলেন, ‘গাড়ি ভাড়া করে গ্যাস সিলিন্ডার নিয়ে শিমুলতলী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকন রাস্তায় জঙ্গলের পাশে গাড়ি রেখে ৮ জন বের হয়ে যান। ঘণ্টা খানেক পর তারা ফিরে এসে গাড়িতে ওঠেন। পরে তাদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজের পাশে এবং মিরপুর এলাকায় চারজন নেমে যান।’

এ ঘটনায় ১৪ ডিসেম্বর দুটি মামলা দায়ের করে গাজীপুর জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। এর মধ্যেই বিভিন্ন জায়গায় বাসে-ট্রেনে আগুনসহ নানা ধরনের নাশকতার খবর মিলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।