জয়পুর সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, এটি ককটেল নয়, পটকা ফাটানো হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা মোস্তাক ও আনসার সদস্য একরামুল হক জানায়, সকাল সোয়া ৯টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় আতঙ্কে ভোটাররা এদিক সেদিক ছুটাছুটি করেন। পরে পুলিশ ককটেলের খোলস সরিয়ে ফেলেন।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে এ কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার শাহিনুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই সব স্বাভাবিক হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘ককটেল নয়, একটি পটকা ফাটানো হয়েছে। আমরা অপরাধীকে আটকের চেষ্টা করছি।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।