ঘন কুয়াশা এবং অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর থেকে এ যানজট সৃষ্টি হয়।
এদিকে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে মালবাহী ট্রাক চালকরা। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন তারা।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে উত্তরবঙ্গগামী অতিরিক্ত যানবাহনের চাপ এবং ঘন কুয়াশার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।