ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কোনো টাকাই লুট হয়নি : সিআইডি

অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখার ভল্ট থেকে কোনো টাকা লুট হয়নি বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই শাখা থেকে অক্ষত অবস্থায় ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার (ডিআইজি) শাহনেওয়াজ খালেদ সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।

তিনি জানিয়েছেন, রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখার দুটি ভল্ট ভাঙতে পারলেও মূল ভল্টটি ভাঙতে পারেনি সশস্ত্র সন্ত্রাসীরা। ওই ভল্টেই অক্ষত অবস্থায় পাওয়া গেছে ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা।

শাহনেওয়াজ খালেদ বলেন, ‘সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুণে দেখা হয়। দেখা যায়, মঙ্গলবার রাখা ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটা রয়েছে।’

তিনি বলেন, ‘দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়। কোনো কারণে অস্ত্রধারীরা হয়তো ভল্ট খুলতে পারেনি।’

মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করে।

সর্বশেষ এ ঘটনায় যৌথ অভিযান চলছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা মোতায়েন করা হতে পারে বলেও জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।