গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল অভিযানের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আজ (৯ এপ্রিল) মঙ্গলবার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বারবার বিরোধীতা সত্ত্বেও রাফায় সর্বাত্মক অভিযানের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
গাজায় ইসরায়েলের হামলার পর এই পর্যন্ত প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে। এই অবস্থায় রাফায় স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
এদিকে, খান ইউনিস থেকে সৈন্য প্রত্যাহারের পর ধ্বংসস্তুপ থেকে ৮৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ আইনের দৃষ্টিতে গণহত্যা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।