সুদানে গৃহযুদ্ধ চলছে এক বছরের বেশি সময় ধরে। দেশটিতে ছড়ানো যুদ্ধক্ষেত্র ও এর আশপাশের অঞ্চলে ১ কোটির বেশি শিশুর বাস। যুদ্ধের আগুনের আঁচ লাগছে তাদের গায়ে। এই শিশুদের রক্ষায় দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণে বুধবার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
বুধবার এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে সেভ দ্য চিলড্রেন। এতে বলা হয়, সুদানের মোট শিশুদের অর্ধেকই দেশটির কোনো না কোনো যুদ্ধক্ষেত্রে বা তার পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে বাস করছে। ফলে দেশটিতে চলমান সংঘাতের আঁচ এই শিশুদের আক্রান্ত করছে। পরিস্থিতি সামাল না দিলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বলেও সংস্থাটি সতর্ক করেছে।
সেভ দ্য চিলড্রেন বলছে, সুদানের যুদ্ধের রাশ টানতে না পারলে ২ লাখ ৩০ হাজার শিশু এবং নতুন মা হয়েছেন—এমন অনেকেই শুধু অনাহারে মারা যেতে পারে।
প্রতিবেদনটি তৈরিতে আর্মড লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রোজেক্টের (এসিএলইডি) সাথে কাজ করেছে সংস্থাটি। এতে বলা হয়, দেশটিতে যুদ্ধ শুরুর প্রথম মাসে যে পরিমাণ শিশু সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, বর্তমানে তা ৬০ শতাংশ বেড়েছে।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে সুদানে সংঘাত শুরু হয়। দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল–বুরহান ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএফএফ) প্রধান মোহাম্মদ হামদানের মধ্যে থাকা বিরোধের জেরে এ সংঘাত শুরু হয়, যা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। গত বছরের ১৫ এপ্রিল সুদানের রাজধানী খারতুমে এ সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ১ কোটি শিশু যুদ্ধপরিস্থিতির মধ্যে রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।