ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের পথে হাটছে বাংলাদেশ।: জাপান টাইমস

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নিয়ে জাপান টাইমসের প্রতিবেদন :
বাংলাদেশে সাম্প্রতিক সহিংস অস্থিরতা এবং সামরিক সমর্থিত সরকার পরিবর্তনের পর আন্তর্জাতিক মহল থেকে ৬.৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা চাওয়া—এ দুটি ঘটনা বিশ্বের অষ্টম জনবহুল দেশটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন ইসলামী জঙ্গিবাদের ভয়ঙ্কর পুনরুত্থানও ডেকে এনেছে, যার মধ্যে রয়েছে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণ।

মাত্র ২০২২ সালেও বাংলাদেশকে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে থাকা দেশ হিসেবে দেখা হতো। অথচ আজকের বাস্তবতা হলো—বাংলাদেশ সরকার তড়িঘড়ি করে নতুন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৩ বিলিয়ন ডলার, বিশ্বব্যাংকের কাছে ১.৫ বিলিয়ন ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) কাছে ১ বিলিয়ন ডলার করে চাচ্ছে।
হাসিনা ১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠলেও রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করেছিলেন। ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রভাব পড়ার আগ পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীলতা ও উন্নতির কারণে পাকিস্তানের চিরাচরিত রাজনৈতিক-অর্থনৈতিক সংকটের সঙ্গে প্রবল বৈসাদৃশ্য তৈরি করেছিল। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ, যেখানে প্রায় ৩০ লাখ মানুষ পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের হাতে নিহত হয়।

আজ সামরিক বাহিনী অনির্বাচিত অন্তর্বর্তীকালীন বেসামরিক সরকারের নেতৃত্ব আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে হিমশিম খাচ্ছে। সহিংসতায় কয়েক শত মানুষ নিহত হয়েছে—অনেকেই পুলিশের গুলিতে, আবার অনেককে ইসলামপন্থী ও দাঙ্গাবাজরা হত্যা করেছে। দাঙ্গাকারীরা পুলিশের কাছ থেকে অস্ত্র লুট করে, এমনকি কিছু পুলিশকে ধরে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে; অন্তত ৩২৪৪ জন পুলিশ নিহত হয়, যাদের মধ্যে কয়েকজনের মরদেহ রাজধানী ঢাকার সেতুতে ঝুলিয়ে রাখা হয়।

৭৬ বছর বয়সী ‘আয়রন লেডি’ হাসিনার পতনের পর ইসলামপন্থীরা ভয়ঙ্করভাবে ফিরে এসেছে, আর হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক আক্রমণ চালাচ্ছে। একইসঙ্গে রাজনৈতিক প্রতিশোধপরায়ণতাও দানা বাঁধছে। নতুন সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বা উৎসাহ দিচ্ছে—এর মধ্যে রয়েছে গণহারে গ্রেপ্তার, বিরোধী নেতাদের আদালতে শারীরিকভাবে আক্রমণ, স্বাধীন মতপ্রকাশে বাধা এবং ইচ্ছেমতো হত্যা মামলা দায়ের। বিচারপতি, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, স্থানীয় জনপ্রতিনিধি—অনেকে এভাবে হয়রানির শিকার।
গত সপ্তাহান্তে ৭৫ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে গ্রেপ্তারের পর আদালতে ভয়ঙ্করভাবে মারধর করা হয়—কুঁচকিতে বারবার লাথি মারার কারণে তার জরুরি অস্ত্রোপচার করতে হয়।

এ অবস্থায় প্রশ্ন উঠছে—বাংলাদেশ কি পাকিস্তানের পথে হাঁটছে? যে দেশে সামরিক প্রভাব, জঙ্গিবাদ, সীমান্তপারের সন্ত্রাসবাদ এবং ভঙ্গুর অর্থনীতি মিলিয়ে এক অন্তহীন অস্থিরতা চলছে। বাংলাদেশেও এখন সেনাবাহিনী রাজনীতির চূড়ান্ত নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হয়েছে। সেনাপ্রধানই হাসিনার পতনের ঘোষণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেন। অথচ জাতীয় ঐক্যের সরকার গড়ার বদলে এখনকার প্রশাসনে জায়গা পেয়েছে দুই ছাত্রনেতা, এক কট্টরপন্থী ইসলামপন্থী আলেম এবং তিনজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ফলে প্রতিশোধমূলক হামলা, শুদ্ধি অভিযান ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

অর্থনীতি এখন ধ্বংসপ্রায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে দ্রুত, মুদ্রাস্ফীতি বেড়েই চলছে, ব্যাংক খাত ভেঙে পড়েছে এবং ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির। বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছে, বিদেশি ভ্রমণ সতর্কতা জারি আছে। একই সঙ্গে কারাগার ভেঙে শত শত জঙ্গি মুক্ত হয়েছে, যাদের অনেকেই ভারতের জন্যও চাওয়া সন্ত্রাসী। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর আবারও প্রকাশ্যে বড় বড় সমাবেশ করছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে বিভক্ত ও প্রতিহিংসাপরায়ণ সংস্কৃতির ফাঁদে বন্দি। সহিংসতা ও প্রতিশোধ যেন এক অন্তহীন চক্র। সত্যিকারের জাতীয় সংলাপ ও পুনর্মিলনের প্রচেষ্টা না হলে ঘৃণা, প্রতিহিংসা ও অর্থনৈতিক বিপর্যয় আরও গভীর হবে। দেশটি একসময় তার পুরনো শত্রু পাকিস্তানের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।