নিউইয়র্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী গ্রেফতার হওয়ার খবরকে ‘সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সংগঠনটির স্থানীয় নেতারা। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যা নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মী ও কমিউনিটিতে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এই খবরটিকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, “যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়নি। এটি একটি নির্লজ্জ মিথ্যাচার।” তার মতে, নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতে এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সমাবেশকে বাধাগ্রস্ত করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়াচ্ছে।
এদিকে, আরও কঠোর ভাষায় এই ষড়যন্ত্রমূলক পোস্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
তিনি বলেন, “আমরা নিউইয়র্কের রাজপথে শেখ হাসিনার সম্মান রক্ষায় লড়াই করছি, আর ওয়াশিংটনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে গোলাম মোর্তজার মতো ব্যক্তিরা ইউনূসের পক্ষে দালালি করছেন।
একই সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের কর্মী স্বপ্নিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “মোজাম্মেল হক কনসাল জেনারেল কি সুন্দর করে সুট, বুট পরে মিথ্যা কথা বলতেছে! আমাদের বেশ কয়েকজন এরেস্ট হয়েছে অথচ আমরাই জানিনা! কি একটা অবস্থা! মিথ্যা কিভাবে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারা যায় এর কাছে শিখতে হবে!” সাধারণ কর্মীদের মাঝেও এই মিথ্যা খবরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
‘আজকের কন্ঠ’ প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় নিউইয়র্কে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।