কলাপাড়ায় ১৮ টি জীবন্ত কচ্ছপসহ সুব্রত বিশ্বাস (৫৫) নামের এক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে
র্যাব-০৮। শুক্রবার শেষ বিকেলে পাখিমারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সুব্রত নীলগঞ্জ ইউনিয়নের মৃত নগেন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যাবসার সাথে জড়িত। উদ্ধারকৃত ১৮ টি কচ্ছপের ওজন ১৮ কেজি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।