ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মহানবী‌কে অবমাননাঃ ফ্রা‌ন্সের সকল পণ্য বয়ক‌টের ডাক দি‌লো কু‌য়েত।

আন্তর্জা‌তিক ডেস্ক।
অক্টোবর ২৪, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম, কোরআন এবং মহানবী (সা.)‌ কে নি‌য়ে কটু‌ক্তির ঘটনাগু‌লো ‌বিশ্ব ব্যা‌পি মুসলমান‌দের হৃদ‌য়ে আঘাত ক‌রে। এবার আবার মহানবী (সা.) কে নি‌য়ে কটু‌ক্তি কর‌লেন ফ্রা‌ন্সের এক শিক্ষক।

জানা যায়, স্যামু‌য়েল প্যাট না‌মে সেই শিক্ষক ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তার শিক্ষার্থীদের মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়ে ছিলেন। তারপর গত ১৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসের শহরতলী এলাকায় সেই স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়।

রাষ্ট্র‌বিজ্ঞা‌নের শিক্ষক স্যামু‌য়েল প্যাট যা‌কে গলা কে‌টে হত্যা করা হয়।

হত্যার বিষ‌য়ে পুলিশের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারীর বয়স ১৮ বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন।

এ‌দি‌কে শেষ নবী মহানবী (সা.) কে অবমাননার কার‌নে কু‌য়ে‌তের অ‌ধিবাসীরা ফ্রান্সের পন্য বয়কটের ডাক দিয়েছে।
বয়কটকারীরা সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে “#বয়কট ফ্রেঞ্চ প্রডাক্টস” হ্যাশ ট্যাগ ব্যবহার ক‌রে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে। ইতিম‌ধ্যে বিশ্বব্যা‌পী এ আন্দোল‌নের ব্যাপক সাড়া মি‌লে‌ছে।

পণ্য বয়কটকারী‌রা তা‌দের ফেসবুক পো‌ষ্টে ফ্রা‌ন্সের বি‌ভিন্ন প‌ণ্যের কোম্পানীর তা‌লিকা প্রস্তুত কর‌ছে। যেখানে ফ্রান্সের মালিকানাধীনা কোম্পানিগুলোর লোগো ও নাম ব্যবহার করা হয়েছে।

দেখা গে‌ছে কুয়েতের বিভিন্ন মার্কেট থেকে ফ্রান্সের পণ্য সরিয়ে নেয়া হচ্ছে। এর নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই হ্যাশ ট্যাগের সঙ্গে জুড়ে দিচ্ছেন এসব ছবি ও ভিডিও।

এ‌দি‌কে হত্যার ঘটনা‌টির পরপর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়। অন্য‌দি‌কে সাড়ে পাঁচ বছর আগে হযরত মোহাম্মদ (সা.) বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি।

এ‌দি‌কে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘটনা‌টির বিপ‌ক্ষে শক্ত অবস্থান নি‌য়ে‌ছেন। প্রে‌সি‌ডেন্ট ব‌লেন, “হযরত মুহাম্মদের (সা.) বিতর্কিত কার্টুন ছাপানো নিয়ে নিন্দা জানাবেন না। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী ও এসব হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হ‌বে।”

মহানবী‌কে নি‌য়ে অবমাননা ঘটনার পরও ফা‌ন্সের সরকারের কার্টুন বন্ধে ব্যবস্থা না নেয়া এবং শার্লি এবদোর পক্ষে অবস্থান নেয়ার কার‌নে মুস‌লিম বিশ্ব তীব্র ক্ষো‌ভে ফে‌টে প‌ড়ে। এরই ব‌হিঃপ্রকা‌শে কু‌য়ে‌তের অ‌ধিবাসীরা ফ্রা‌ন্সের সকল পণ্য বয়ক‌টের ডাক দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।