চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের রুস্তম খাঁ চৌধুরী বাড়ীর মরহুম কবির আহমদের পুত্র হত-দরিদ্র মোঃ সোলেমান (৪৭) রাজধানীর গুলশান-২ নতুন বাজার এলাকায় গাড়ী চাপায় আজ (সোমবার) প্রাণ হারান।
সম্প্রতি, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ভাতিজি খায়রুন্নেছা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে গত ১৯ অক্টোবর থেকে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। ভাতিজির সেবা করার জন্য সাথে ছিলেন সোলেমান।
তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। ৩ সন্তানের জনক দরিদ্র সোলেমানের মৃত্যুতে দিশেহারা পরিবার। তার মরদেহ বাড়ীতে নিয়ে আসার মত গাড়ী ভাড়াটিও তাদের নেই।এমতবস্হায় স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম চৌধুরী সোলেমানের পরিবারের জন্য দুবাইতে অবস্হানকারী ফটিকছড়ির সন্তান মোঃ মেহেদি হাসান বিপ্লবের নিকট সহযোগীতা কামনা করেন। মেহেদি হাসান বিপ্লব তাঁর গুলশান-২ অফিসের মাধ্যমে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।
সাংবাদিক রফিক মেহেদি হাসান বিপ্লবের পক্ষে নিহত সোলেমানের পরিবারকে অনুদানের টাকা হস্তান্তর করেন এবং দেশে অবস্হান না করেও গরীবের পাশে থাকায় উনাকে ধন্যবাদ জানান।