ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

স্কটল্যান্ড সরকার তা‌র দে‌শের সকল মহিলার ঋতুকালীন পরিচ্ছন্নতার দায়িত্ব নি‌লো।

অনলাইন ডেস্ক।
নভেম্বর ২৬, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বে প্রথম, দেশের সমস্ত মহিলাকে বিনামূল্যে ঋতুকালীন সুরক্ষা দেবে স্কটল্যান্ড।

নারীজীবনের স্বাভাবিক ঘটনাকে ঘিরে আছে নানা কুসংস্কার। আজও ঋতুস্রাব বলতেই সমাজের চোখ কুঁচকে ওঠে।

আর তার মধ্যেই নতুন করে সচেতনতার উদ্যোগ নিচ্ছেন বহু মানুষ। রাষ্ট্রীয় স্তরেও প্রভাব ফেলছে সেইসব উদ্যোগ। আর সম্প্রতি স্কটল্যান্ড সরকার জানিয়ে দিল, দেশের সমস্ত ঋতুকালীন মহিলার পরিচ্ছন্নতার দায়িত্ব সেই দেশের।

এই প্রথম কোনো দেশের সরকার ঋতুকালীন মহিলাদের পরিচ্ছন্নতার দায়িত্ব নিল।

গতবছর ইংল্যান্ডেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে তা শুধু স্কুল-কলেজের কিশোরীদের জন্য। এবার দেশের সমস্ত মহিলার কাছে বিনামূল্যে স্যানিটাইজেশন প্যাক পৌঁছে দেবে স্কটল্যান্ড সরকার। ইতিমধ্যে এর জন্য ৮.৭ মিলিয়ন ইউরো ধার্য করা হয়েছে।

২০১৭ সালের সমীক্ষা বলছে, স্কটল্যান্ডের ২০ শতাংশ মহিলাই উপযুক্ত স্যানিটাইজেশনের সুযোগ পান না। আর তার থেকে ছড়িয়ে পড়ে নানা ধরনের ইনফেকশন।

প্রধানমন্ত্রী মনিকা লেনন জানিয়েছেন, এবার স্কটল্যান্ডের পড়ুয়ারাই দায়িত্ব নিয়ে কিট পৌঁছে দেবেন সকলের কাছে। নারীর অধিকারের লড়াইতে এই ঘটনা যে এক ঐতিহাসিক ঘটনা, তাতে সন্দেহ নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।