ঢাকাশুক্রবার , ১৫ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে উদ্বোধনের পরই বিআরটিসি’র ১০ বাস উধাও!

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
জানুয়ারি ১৫, ২০২১ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে উদ্বোধনের ২৪ দিন পরেও বিআরটিসি বাসের কোন হদিস নেই। গেল ১৯ ডিসেম্বর হাটহাজারী থেকে নিউ মার্কেট রোডে দশটি বিআরটিসি বাস বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের ব্যবস্থাপনায় স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পরদিন থেকে দীর্ঘ ২৪দিন পার হলেও হাটহাজারীতে রাস্তায় দেখা মিলছে না বিআরটিসি’র ওই বাসগুলো।

উদ্বোধনের সময় সাধারণ যাত্রী মহলকে জানিয়েছিল প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই বাসগুলো হাটহাজারী থেকে মহানগরীর নিউ মার্কেট হয়ে পুনরায় হাটহাজারীতে চলাচল করবে। যে কোন সাধারণ মানুষ টিকিট করে এই গাড়িগুলোতে চলাচল করতে পারবে। তবে সাধারণ মানুষকে দেয়া সরকারি এই বাসগুলো কার বা কাদের অদৃশ্য ক্ষমতা বলে হাটহাজারী থেকে এসব বাস উধাও হয়ে পড়ে।

হাটহাজারীর একাধিক বাস শ্রমিক জানিয়েছেন , উদ্বোধনের সময় প্রায় কয়েকশত বাস শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্থানীয় এমপি’র উপস্থিতিতে। তারা দাবি করেন, বাসস্টেশন থেকে বিআরটিএ বাসগুলো কোন যাত্রী নিতে পারবেনা। শ্রমিকদের দাবী বিআরটিসি’র বাসগুলো চলাচল করলে কলেজ গেইট থেকে যাত্রী নিতে হবে। অন্যথায়, সড়ক অবরোধ করে পুরো হাটহাজারী অচল করে দেয়া হবে বলেও শ্রমিকরা হুশিয়ারী দেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চট্টগ্রামের ডিপু ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, বাস উদ্বোধনের সময় শ্রমিকদের বাঁধার মুখে পড়ে বাসগুলো ফিরে এনেছি। উদ্বোধনের পূর্ব মুহুর্তে বিআরটিসি’র বাস চাকলদেরও মারধর করে উত্তেজিত শ্রমিকরা। এখানে সংশ্লিষ্ট থানা পুলিশের কোন সহযোগিতা পাওয়া যায়নি। মূলতঃ হাটহাজারী বাস স্টেশন, বাস শ্রমিক, মালিক গ্রুপের বাঁধার মুখে পড়ে বাসগুলো চলাচল করাতে ব্যর্থ হয়েছি। সকলের সহযোগিতা পেলে আশা করি পুনরায় বাসগুলো হাটাজারীতে চলতে দেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।