ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মারা গে‌ছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো।

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন। ৫৬ বছ‌রের হা‌মেদ বাকা‌য়ো‌কো ক্যান্সা‌রের সা‌থে লড়াই ক‌রে জার্মানির ফ্রিবার্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্প‌তিবার বি‌বি‌সি এ তথ্য জানায়।

মাত্র দু’দিন আগেই তিনি তাঁর ৫৬ তম জন্মদিন উদযাপন করেছিলেন। রাষ্ট্রপতি আলসেন ওট্টা একটি টুইটার পোস্টে বলেন, “আমাদের দেশ শোকের মধ্যে রয়েছে।” তিনি আরও বলেন, “অত্যন্ত দুঃখের সা‌থে জানা‌চ্ছি যে, প্রধানমন্ত্রী হামেদ বাকায়কো জার্মানিতে ক্যান্সারে মারা গেছেন। বাকায়কো ছিলেন একজন বড় রাজনীতিবিদ, আমাদের যুবকদের জন্য আদর্শ, উদার ও অনুগত ব্যক্তি।”

উল্লেখ্য যে, আমাদৌ গন কুলিবলির আকস্মিক মৃত্যুর পরে ২০২০ সালের জুলাইয়ে বাকায়োকোকে প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। চল‌তি বছ‌রের ১৮ ফেব্রুয়ারি, তিনি মেডিক্যাল পরীক্ষার জন্য ফ্রান্সে যান। সেখান থে‌কে প‌রে তাকে জার্মানি ফ্রেইবার্গে প্রেরণ করা হয়েছিল।

গত শুক্রবার সরকারের এক বিবৃতিতে বলা হয় যে, “ওতা গত সপ্তাহে ফ্রান্স সফরের সময় বাকায়োকোর সাথে দেখা করেছিলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে আরও কিছুদিন তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছিল।”

ফ্রান্সে দুই মাস চিকিৎসাধীন অবস্থায মাত্র আট মাস আগে ৬১ বছর বয়স্ক আইভরি কোস্টের তৎকালীন প্রধানমন্ত্রী ইমাদু গন গোলিবলি মারা যান। কুলিবলি আইভরি কোস্টের ক্ষমতাসীন দলের রাষ্ট্রপতি প্রার্থীও ছিলেন।

সোমবার, অট্টা তার ঘনিষ্ঠ বিশ্বাসী এবং চিফ অফ স্টাফ প্যাট্রিক আচি বাকায়কের জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। এছাড়াও, রাষ্ট্রপতির ছোট ভাই তনয় বিরহিমা আউতারা অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মনোনীত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।