ঢাকাসোমবার , ১২ এপ্রিল ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি আজ (সোমবার) আরও বলেছেন, নাশকতার বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে। আজ এরিমধ্যে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে, বাকি কাজ এগোচ্ছে।

সালেহি বলেন, এ ধরণের তৎপরতার মাধ্যমে শত্রুরা ইরানিদের হতাশ করতে চায়, কিন্তু তারা সফল হতে পারবে না।

তিনি বলেন, এ ধরণের তৎপরতার মাধ্যমে ইরানকে তার লক্ষ্য থেকে বিচ্যুৎ করা যাবে না। ইরানকে থামিয়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, আমার নিশ্চিত এটি ছিল একটি নাশকতামূলক তৎপরতা।

সালেহি বলেন, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে। কিছু সেন্ট্রিফিউজ যেগুলো অকেজো হয়ে গেছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সালেহি বলেন, ইরান ন্যায়সঙ্গতভাবে জ্ঞান-বিজ্ঞানের পথে এগোচ্ছে কিন্তু শত্রুরা অন্যায় ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি গতকাল জানান, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি কমপ্লেক্সে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।