ব্রাহ্মণবাড়িয়া থেকে হেফাজতের আরও একজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম জুনায়েদ আল কাসেমী।
শনিবার (০১ মে) দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি সূত্র জানিয়েছে, জুনায়েদ আল কাসেমীর ধর্মভিত্তিক সংগঠন হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিবের ছেলে।
সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক জানান, আটক জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি নাশকতায় জড়িত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদরসহ চার থানায় হওয়া নাশকতার একাধিক মামলার আসামি তিনি।
তবে হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটিতে জুনায়েদ কাশেমীর পদ নিয়ে কিছুই জানায়নি সিআইডি কর্মকর্তা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
