ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সাজোয়া যানে অগ্নিসংযোগের ঘটনায় হেফাজত কর্মী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবকালে পুলিশের সাজোয়া যানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও বিশ্বরোড এলাকায় নাশকতায় অংশ নেওয়া গুলিবিদ্ধ হেফাজত কর্মী জাকারিয়া আহমেদ প্রীতমকে (২৭) গাজীপুর থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা।

শনিবার (৮ মে) বিকেলে এন্টি টেররিজম ইউনিটের একটি দল গাজীপুর সদর থানাধীন শিমুলতলী কলেজ গেইট ভূঁইয়া পাড়া জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার প্রীতম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন উয়িং) সাখাওয়াত হোসেন জানান, গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবকালে গ্রেফতারকৃত জাকারিয়া পেট্রোল ভর্তি গ্যালন নিয়ে পুলিশের এপিসির ওপরে উঠে। পরে পেট্রোল ঢেলে পুলিশের ওই যানটি পুড়িয়ে দেয় সে। এন্টি টেররিজম ইউনিট হেফাজতের নাশকতার ফুটেজ থেকে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে শনাক্ত করে। ওই অগ্নিসংযোগ তথা নাশকতার সময় প্রীতম গুলিবিদ্ধ হয়। পরে সে ব্রাহ্মণবাড়িয়ায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে। সেখান থেকে পালিয়ে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা নেয়। পরে বিভিন্নস্থানে পালিয়ে বেড়ানোর এক পর্যায়ে গাজীপুরে একটি বাসা ভাড়া নিয়ে মা ও ছোটভাইসহ আত্মগোপন করে জাকারিয়া। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে জাকারিয়াকে গাজীপুর সদর থানাধীন শিমুলতলী কলেজ গেইট ভূঁইয়া পাড়া জামে মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হেফাজতের তাণ্ডবের ঘটনায় সরাইল থানায় ৩১ মার্চ দায়েরকৃত মামলার একজন আসামি প্রীতম। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।