ঢাকাবৃহস্পতিবার , ২০ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়া প্রেসক্লাবে মানববন্ধন-বিক্ষোভ মিছিল ও স্বেচ্ছায় কারা বরণের চেষ্টা।

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মো. সুজন মোল্লা, বানারীপাড়া: দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন, মামলা ও গ্রেফতারের প্রতিবোদে বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

এর মধ্যে ছিলো প্রেসেক্লাব চত্ত্বরে দীর্ঘ মানববন্ধন, পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদী মিছিল ও স্বেচ্ছায় থানায় গিয়ে কারাবরণ করার ঘোষণা। পরে প্রেসক্লাব ভবনে এসে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কাফনের কাপড় পরে আমরণ অনশন করার কর্মসূচি দেন।

উল্লেখ্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের সীমাহীন অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নাজেহাল করে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে উপরোক্ত কর্মসূচি পালন করা হয়। ১৯ মে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি ও উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার, সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।

প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম.গোলাম মাহমুদ রিপন, সাইদুল ইসলাম ও এস.কেভি জয়দেব, সহ-সভাপতি জাকির হোসেন ও ইলিয়াস শেখ, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সদস্য জহিরুল ইসলাম টুকু, এস এম হৃদয় আহম্মেদ, নাহিদ সরদার, নজরুল ইসলাম, আব্দুল আউয়াল, সুমন খান,স্বপন মাঝী, রুবেল বেপারী, সাংবাদিক রোজিনা ইসলামের ভাসুরের ছেলে জিদান ও দু’দেবরের ছেলে লাবিব, নাহিয়ান ও আরিয়ান প্রমুখ। প্রেসক্লাবের এ কর্মসুচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশগ্রহণ করেন এসএস প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুল ইসলাম আজাদ সিআইপি, বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, কবি ও ছড়াকার অরূপ কুমার কুন্ডু,প্রবাসী নুরুল আলম প্রমুখ।

এদিকে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ থানায় গিয়ে ওসির কাছে স্বেচ্ছাকারাবরণের ইচ্ছে প্রকাশ করেন। এসময় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। সন্ত্রাস,জঙ্গিবাদ ও অনিয়ম-দুর্নীতিসহ যাবতীয় অসঙ্গতির বিরুদ্ধে তারা ঝুঁকি নিয়ে লিখে দেশ ও সমাজকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে বিশেষ ভূমিকা রাখছেন। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা হয়েছে তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। তার ব্যপারে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী মহোদয়গণের মানবিক দৃষ্টি রয়েছে। তিনি এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্বেচ্ছাকারাবরণের বিষয়টি আইন সম্মত নয় বলে জানিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করে তাদের বিনীতভাবে ফিরিয়ে দেন।

এসময় প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে কাফনের কাপড় পড়ে বানারীপাড়ার সাংবাদিকরা আমরণ অনশনসহ কঠোর আন্দোলন করবেন বলে আল্টিমেটাম দেন।

প্রসঙ্গত সাংবাদিক রোজিনা ইসলামের শ্বশুর বাড়ি বানারীপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের হাজারী বাড়ি। তার স্বামী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনিরু ইসলাম মিঠু হাজারী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।