পাঠাও, উবারের মতো মোটর সাইকেল সার্ভিস গুলো বন্ধ থাকার কারনে বেকার হয়ে বিপাকে পড়েছেন বিপুল সংখ্যক মোটর সাইকেল চালকরা। করোনা পরিস্থিতির কারনে গত ৬ মাস ধরে এসকল সার্ভিস বন্ধ রেখেছে বিআরটিএ। এ সুযোগে অনেকে আবার অনিরাপদ চুক্তিভিত্তিক সার্ভিস পরিচালনা করছেন।
এদিকে যাত্রী কল্যান সমিতির পক্ষ থেকে দ্রুত পাঠাও, উবার চালু করার জন্য দাবী জানানো হয়েছে। এ বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, “পাঠাও বাইক সার্ভিস চালু করা সময়ের দাবি। এখন যেভাবে মোটরবাইক চলছে এতে যাত্রীরা নিরাপদ নন। রাইড শেয়ারিংয়ের মাধ্যমে চললে মহামারির সময় আয়ের সংস্থান হবে, যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হবে।” এদিকে
বাইক সার্ভিসের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনার অপেক্ষায় আছি।”
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট) নীলিমা আক্তার দৈনিক অপরাজিত বাংলাকে জানান “বাইক সার্ভিস বিষয়ে মন্ত্রণালয় থেকে পৃথক নির্দেশনার প্রয়োজন নেই। বিআরটিএ ইচ্ছা করলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে।”
অপরদিকে মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বাইক সার্ভিসের বিষয়ে মন্ত্রিপরিষদ আলাদা কোনো নির্দেশনা দেবে না, বিআরটিএই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে।