করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি মারা গেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিক।
মৃত এই চিকিৎসককেই নতুন কর্মস্থলে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়! অবিশ্বাস্য হলেও এই ঘটনাটি ঘটিয়েছেন
স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মৃত চিকিৎসক জীবেশ প্রামাণিককে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানা গেছে, গত ৬ জানুয়ারি সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)
নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসক জীবেশ প্রামাণিক। তার মারা যাওয়ার তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউর এনেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান।
মৃত্যুর ৬ মাস পরে বদলি তালিকায় তার নাম আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।