গতকাল (১৪ ফেব্রুয়ারি) মিয়ানমারের বিক্ষোভকারীরা, অং সান সুচির আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে।
গতকাল টানা অষ্টম দিনের মত মিয়ানমারের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুন, রাজধানী নেপিদো’সহ অন্যান্য স্থানে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেপিদো’তে বেশ কয়েকজন বুদ্ধ ভিক্ষু অং সান সুচি’র ছবি বহন করে বিক্ষোভে অংশ নেন এবং দেশটির কার্যত নেত্রী এবং প্রেসিডেন্টের তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানিয়ে শ্লোগান দেন।
উল্লেখ্য, ফেব্রুয়ারির ১ তারিখ সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট গৃহবন্দী অবস্থায় রয়েছেন বলে মনে করা হচ্ছে।
একটি আদালত সিদ্ধান্ত দিয়েছে যে তাদের ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত আটক রাখা উচিত।
অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি’র একজন কর্মকর্তা এনএইচকের সাথে টেলিফোনে কথা বলেছেন।
ঐ কর্মকর্তা বলেন, সোমবারের মধ্যে সুচিকে আদালতে তলব করা না হলে, তাকে আটক রাখার ভিত্তি হিসেবে সামরিক বাহিনীর দাবিকৃত অভিযোগগুলো অকার্যকর হয়ে যাবে।
ঐ কর্মকর্তা আরও বলেন, সামরিক বাহিনী আইন মেনে চললে অং সান সুচি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
