ঢাকাসোমবার , ২৫ জুলাই ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

অস্থির হচ্ছে মুদ্রা বাজার ধরাছোঁয়ার বাইরে ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

সংকটে আরও অস্থির হচ্ছে মুদ্রা বাজার। কয়েক মাস ধরেই টালমাটাল দেশের ডলারের বাজার। প্রায় প্রতিদিনই ডলারের কাছে অবস্থান খোয়াচ্ছে টাকা।

বাণিজ্যিক ব্যাংকে প্রতি ডলার একশ টাকা ছুঁই ছুঁই অবস্থা, তবে চিকিৎসা বা জরুরি প্রয়োজন ছাড়া মিলছে না তাও। আর খোলা বাজারে গুনতে হচ্ছে একশ পাঁচ টাকা। নিয়ন্ত্রণের লক্ষ্যে রির্জাভ থেকে এ মার্কিন মুদ্রা বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক। আমদানি কমাতে প্রকল্প খরচে লাগাম টানে সরকার।

এতোকিছুর পরও নেই সুখবর। বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে প্রায় ৯৯ টাকা। তবে বর্ধিত দামেও মিলছে না এই বৈদেশিক মুদ্রা। ব্যাংক থেকে ডলার না পেয়ে অনেকেই ছুটছেন খোলা বাজারে। সেখানে দাম আরও বেশি, গুণতে হচ্ছে ডলার প্রতি ১০৫ টাকা।

চাহিদা ও সরবরাহে অসামঞ্জস্যতাই ডলারের বাজারে অস্থিরতার মূল কারণ বলে জানান বিশ্লেষকরা। এর সমাধানে হুন্ডি নিয়ন্ত্রণ ও অপ্রয়োজনীয় আমদানি বন্ধের পরামর্শ তাদের।

টাকার বিপরীতে দাম বাড়ার প্রতিযোগিতায় রয়েছে কুয়েতি দিনার, সৌদি রিয়ালসহ আরও কয়েকটি বৈদেশিক মুদ্রাও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।