ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আজ সারাদেশে ৯ গাড়িতে আগুন-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর অবরোধের মধ্যে এবার রেল সেতুতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চতুর্থ দফা অবরোধ কর্মসূচির শেষ দিন সোমবার গাজীপুরের শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটে। আগুনে রেললাইনের পাঁচটি স্লিপার পুড়ে গেছে। এদিকে সারাদেশে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর অব্যাহত রয়েছে। এছাড়া রাজধানীতে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রোববার গভীর রাতে একটি বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বাসসহ চারটি যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রোববার রাত ১টার পর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে চারটি বাস ও একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ভোর সাড়ে ৫টায় মিরপুর ৬ নম্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে উত্তরার পলওয়েল মার্কেটের সামনে প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সোয়া ৬টার শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌমিতা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর আগে রোববার রাত পৌনে ৩টার দিকে সায়েদাবাদ জনপথে বলাকা পরিবহনের একটি বাস এবং মুগদায় রাত ১টার দিকে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পৃথক এসব স্থানে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন সমকালকে বলেন, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গোলাঘাট এলাকার মাটিকাটা নদীর ওপর নির্মিত রেল সেতুতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সেতুর পাঁচটি স্লিপার পুড়ে যায়। সকালে পুড়ে যাওয়া স্লিপার দিয়েই ঝুঁকি নিয়ে পার হয় দুটি ট্রেন। সকাল ৮টার দিকে পানি ঢেলে আগুন নেভায় স্থানীয়রা। পরে দ্রুত সময়ের মধ্যে নতুন স্লিপার লাগানো হয়। শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার রাত ৩টায় ফরিদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সাউদিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। এর আগে রাত পৌনে ১০টার দিকে বোয়ালমারী উপজেলায় একটি বাস ভাঙচুর করা হয়। মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রিজসংলগ্ন এলাকায় ব্যসপুরগামী গ্লোবাল আব্দুল্লাহ্ শাহ্ লোকাল নামে বাসটিতে ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেট-সুলতানপুর সড়কের কলাবাগান বাজারে রাস্তার পাশে থেমে থাকা পিকআপে ভোরে আগুন দিলে সেটি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ভোরে দিনাজপুর শহরের আনন্দসাগর এলাকায় সড়কের পাশে থেমে থাকা ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।