ঢাকাবৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে যে, তারা মস্কো-সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের (ডোনেৎস্ক ও লুহানস্ক) স্বাধীনতাকে স্বীকৃতি দেয়ার পরে উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো একটি টুইটে লিখেছেন, ইউক্রেনের ডোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে অস্থায়ীভাবে রুশ-অধিকৃত অঞ্চলগুলির তথাকথিত ‘স্বাধীনতা’কে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউক্রেন আজ ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া-এর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিনের বরাত দিয়ে বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে যে, উত্তর কোরিয়া পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। একটি পৃথক নিবন্ধে, তাস জানিয়েছে যে, রাশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সরকারী স্বীকৃতি সহ একটি নথি উপস্থাপন করেছেন।

একটি বিবৃতিতে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপটিকে ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করার জন্য পিয়ংইয়ংয়ের একটি প্রচেষ্টা’ বলে অভিহিত করেছে, এটিকে ‘ইউক্রেনের সংবিধান, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম ও নীতির চরম লঙ্ঘন বলে নিন্দা করেছে।’ সূত্র: মিডল ইস্ট মনিটর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।