ইউক্রেনের কিয়েভে এবার বিধ্বংসী ‘জিরকন’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। কিয়েভের বিজ্ঞান-বিষয়ক গবেষণাকেন্দ্র কিয়েভ সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের ফরেনসিক এক্সামিনেশন বিভাগের পরিচালক ওলেক্সান্দর রুভিন টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এ প্রসঙ্গে বিস্তারিত জানতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিশ্বের অত্যাধুনিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ৩এম২২ জিরকন অন্যতম। শব্দের চেয়ে ৯ গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২০২২ সালে প্রথমবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল মস্কো।
সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩এম২২ জিরকনকে ‘নতুন প্রজন্মের সমরাস্ত্র’ বলে উল্লেখ করেছেন।
মস্কো এ বিষয়ে এখনও মুখ না খুললেও, প্রকৃত অর্থেই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার হয়ে থাকলে তা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষার জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স, সিএনএন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।