ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন পরিষদের ভেতর জুয়ার আসর, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেতরে চলছিল জুয়ার আসর। এসময় জেলা গোয়েন্দা পুলিশ-২ (ডিবি) অভিযান চালিয়ে একজন ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ১৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ রোববার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। এর আগে, শনিবার মধ্যরাতে চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চিনাডুলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. জহরুল ইসলাম (৫২), সেকেন্দার আকন্দের ছেলে মো. খোকন উরুফে ভুট্টো আকন্দ (৪২), খাজা মিয়ার ছেলে আমীর হোসেন (৩৫), মোফাজ্জল হোসেনের ছেলে মো. হাফিজুর রহমান (৪৩), তারু মিয়ার ছেলে মো. মনু শেখ (৫১), খাজা মিয়ার ছেলে মো. আনোয়ার আকন্দ (৩৫), ইনতাজ আলীর ছেলে মো. বাবু শেখ (৩৫), মকবুল হোসেনের ছেলে মো. আলমাস মিয়া (৩৬), শ্রী জিতেন দাশরে ছেলে শ্রী জীবন দাশ (৩৪), ফকির আলীর ছেলে মো. জালাল আকন্দ (৪০), বাদশা আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮), আব্দুল সবুর আকন্দের ছেলে হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০), খশরু আকন্দের ছেলে সুমন আকন্দ (২২) ও সাইদুর রহমানের ছেলে মো. শামীমুল বাশার (৫২)। তাদের সবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায়।

জেলা গোয়েন্দা পুলিশ-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, আমরা শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করি। পরে আসামিদের দুপুরে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।