ইযরায়েল-হামাস যুদ্ধে ইযরায়েলকে সমর্থন করা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন আরব দেশগুলোতে থাকা অ্যামেরিকান কূটনীতিকরা। সিএনএন এর কাছে আসা কূটনৈতিক বার্তা অনুযায়ী, গাজায় ইযরায়েলের ‘ধ্বংসাত্মক’ সামরিক অভিযানকে সমর্থন করায় আরব বিশ্বে অ্যামেরিকার গ্রহনযোগ্যতা কমে যাচ্ছে বলে অ্যামেরিকান কূটনীতিকরা বাইডেন প্রশাসনকে সতর্ক করেছেন।
হামাসের বিরুদ্ধে ইযরায়েলের অভিযান শুরুর পর অ্যামেরিকার প্রতি আরব দেশগুলোতে সৃষ্ট ক্ষোভ নিয়ে অ্যামেরিকান কূটনীতিকদের গভীর উদ্বেগ প্রকাশ পেয়েছে ওই বার্তায়।
বিভিন্ন নির্ভরযোগ্য ও বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে ওমানের ইউএস এম্ব্যাসির এক বার্তায় বলা হয়েছে, ‘বার্তা যুদ্ধে আমরা হেরে যাচ্ছি।’
ইযরায়েলের কর্মকাণ্ডকে অ্যামেরিকার সমর্থন করার বিষয়টি দেশগুলোতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। সেখানে অ্যামেরিকার এমন পদক্ষেপকে নৈতিকভাবে যুদ্ধাপরাধের দৃষ্টিতে দেখা হচ্ছে বলেও বার্তায় সতর্ক করা হয়।
বার্তাটি পাঠিয়েছেন মাস্কাটে নিযুক্ত দ্বিতীয় সর্বোচ্চ অ্যামেরিকান কর্মকর্তা। তিনি হোয়াইট হাউযের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সিআইএ ও এফবিএসহ আরও কয়েকটি জায়গায় বার্তাটি পাঠান।
কেবল একটি দেশের এম্ব্যাসি থেকে বার্তাটি পাঠানো হলেও এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে ওঠা অ্যামেরিকা-বিরোধী মনোভাবের চিত্র ফুটে উঠেছে।
কায়রোর অ্যামেরিকান এম্ব্যাসি থেকে পাঠানো আরেকটি বার্তায় রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি ইজিপ্শিয়ান পত্রিকার মতামত তুলে ধরা হয়েছে। ওই পত্রিকার বক্তব্য ছিল, ‘প্যালেস্টেনিয়ানদের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের নির্মমতা ও অবজ্ঞার সীমা অতীতের সব অ্যামেরিকান প্রেসিডেন্টের সীমাকে ছাড়িয়ে গেছে।’
গাজায় ইযরায়েলের ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ও এক্ষেত্রে ইযরায়েলকে পূর্ণ সমর্থনের কারণে প্রেসিডেন্ট বাইডেন দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানামুখী চাপের মধ্যে রয়েছেন। কর্মকর্তারা সাময়িক বিরতি দিয়ে গাজায় আরও সাহায্য সরবরাহের আহ্বান জানালেও বাইডেন প্রশাসন সেখানে যুদ্ধবিরতি আরোপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
সাম্প্রতিক অ্যামেরিকার আরব মিত্র দেশগুলো প্রকাশ্যেই গাজায় চলমান মানবিক বিপর্যয়ের নিন্দা করছেন।
গত সপ্তাহান্তে সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে একটি সম্মেলনে যোগদান করেন। ওই সম্মেলনে ইজিপ্ট, কাতার, ইউনাইটেড আরব আমিরাত ও সৌদি আরব থেকে উচ্চ পর্যায়ের কূটনীতিক ছাড়াও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেলও উপস্থিত ছিলেন।
ওই সম্মেলনে আরব নেতারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি আরোপ করার দাবি জানান। তবে ব্লিনকেন জানান যে অ্যামেরিকা গাজায় যুদ্ধবিরতির সমর্থন করছে না। কারণ হিসেবে তিনি বলেছেন যুদ্ধবিরতি আরোপ করা হলে হামাস পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাবে।