ঢাকাশুক্রবার , ১২ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের পাল্টা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ঘিরে সতর্কতা।

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১২, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে দেশটির প্রতিশোধমূলক পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য ঘিরে সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

এদিকে সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার জার্মানির লুফথানসা এয়ারলাইন্সের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থার কারণে শনিবার পর্যন্ত তেহরানে তাদের কার্যক্রম স্থগিত রাখার কথা জানানো হয়।

এর আগে ইরানের একটি সংবাদসংস্থা জানায়, দেশটির রাজধানী তেহরানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সামরিক মহড়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশের পর সারা বিশ্বে হইচই পড়ে যায়। পরে তারা ওই রিপোর্ট সরিয়ে নেয় এবং জানায়, তারা এরকম কোন খবর প্রকাশ করতে চায়নি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন। তখনই জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক আমির আব্দুল্লাহিয়ানের সাথে তার আলোচনার সময় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।

সিরিয়ায় ইরানের কনস্যুলেটের ওপর ইসরায়েল আক্রমণ চালানোর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। তাই ইরানের পাল্টা হামলার শঙ্কায় ১ এপ্রিল থেকে সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।