ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি গোলাবর্ষণে হিজবুল্লাহর ৩ যোদ্ধা শহীদ, লেবানন থেকে হামলায় ইসরাইলি লে. কর্নেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১১, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গোলাবর্ষণে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তিন যোদ্ধা শহীদ হয়েছেন। গতকাল (সোমবার) সন্ধ্যার দিকে দক্ষিণ লেবাননে এ হামলা হয়। জবাবে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাংশে দুটি সামরিক পোস্ট লক্ষ্য করে হামলা চালায়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, “সোমবার সন্ধ্যায় ইসরাইলী সন্ত্রাসীদের গোলার আঘাতে আমাদের তিন ভাই শহীদ হয়েছেন। পরে প্রতিরোধ যোদ্ধারা প্রাথমিক জবাব দিয়েছেন।”

লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এই বিবৃতি সম্প্রচার করেছে। হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল ও মর্টারের গোলা ব্যবহার করে। এসব ক্ষেপণাস্ত্র ও গোলা সরাসরি ইসরাইলের গ্যালিলি ব্রিগেড ও ওয়েস্টার্ন ব্রিগেডের কমান্ড সেন্টারে আঘাত হানে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল হিজবুল্লাহর হামলার আগে লেবানন থেকে একদল ফিলিস্তিনি যোদ্ধা ইসরাইলে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে দুপক্ষের সংঘাত হয় এবং ইসরাইলের একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়। এসব ঘটনার প্রেক্ষাপটে লেবানন সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং ধারণা করা হচ্ছে- যেকোনো সময় ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।#
পার্সটুডে/এসআইবি/১০

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।