ঢাকাবুধবার , ১২ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাই‌লের “আয়রন ডোম” হামা‌সের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২১ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরাই‌লের ক্ষেপনাস্ত্র প্র‌তিরক্ষা ব্যবস্থা “আয়রন ডোম” হামা‌সের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে পারছে না।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইযাদ্দিন কাসসাম ব্রিগেড ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে অন্তত ৫০০ রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন নিহত, কয়েক ডজন আহত হয়েছে। এছাড়া, কয়েকটি অবৈধ বাড়ি ধ্বংস এবং একটি তেল শোধনাগারে আগুন ধরে গেছে।

হামাসের বরাত দিয়ে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার জানিয়েছেন, গাজা থেকে ইসরাইলের আশদোদ এবং আশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, “দুই শহরের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছি আমরা।”

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে প্রায় ৫০০ রকেট নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে ২০০ রকেটকে ঠেকিয়ে দিয়েছে আইরন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে, জেরুজালেম পোস্ট জানিয়েছে, আইরন ডোম অতিক্রম করে হামাসের একটি রকেট আঘাত হেনেছে ইসরাইলের রাজধানী তেলআবিবের হোলোন এলাকায়। এসময় সাইরেনের শব্দে লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে থাকে।

ইহুদিবাদী সেনাবাহিনী দাবি করেছে, আইরন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে এবং গাজা থেকে ইসরাইলের আশকেলনে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে পারছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।