ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে: সাবেক মোসাদ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৯, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

অবরুদ্ধ গাজা থেকে হামাসের সশস্ত্র যোদ্ধারা কীভাবে নিরাপত্তা চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে– এ নিয়ে অনেক প্রশ্ন বিভিন্ন মহলে।

শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তরে দেশটির চৌকস বাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে হামাসের যোদ্ধারা।

এমন ব্যর্থতায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার (মোসাদ) সাবেক প্রধান মনে করেন, ‘ইসরায়েলের কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।’

মোসাদের সাবেক প্রধান এই ড্যানি ইয়োতোম বলেছেন, ‘সব কিছুতেই ভুল। শনিবার যখন গাজা থেকে হামাসের সদস্যরা হামলা চালাতে আসে, এ বিষয়ে কারও বিন্দুমাত্র ধারণা ছিল না।’

টুডে প্রোগ্রামে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ।

গোয়েন্দা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে ইসরায়েলের এই রাজনীতিক বলেন, ঘটনার দিন ইসরায়েলের বাহিনীর সদস্যদের উপস্থিতি খুবই কম ছিল।

যা মূলত গোয়েন্দা তথ্যের ব্যর্থতার ফসল। আমরা হামাসের অনেক মহড়া প্রত্যক্ষ করেছি।

যারা বলেছিলেন ইসরায়েলে আক্রমণ করার কোনও উদ্দেশ্য নেই হামাসের।’

শনিবার সকালে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশ পথে প্রবেশ করে ইসরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়।

একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছোড়ে ইসরায়েলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে। সোর্স: বাংলা ট্রিবিউন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।