চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সিডিএ’র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
চলতি বছরের ৭ জুন সিডিএ’র সচিব তাহেরা ফেরদৌস বেগম চট্টগ্রাম ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একইদিনে সিডিএ’র ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
বর্তমানে ইয়াছমিন পারভীন তিবরীজি, চট্টগ্রাম জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হওয়ায় এখন ভারপ্রাপ্ত (রুটিন দায়িত্ব) জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসক সুস্থ হওয়ার পর তিনি সিডিএ তে যোগ দেবেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।