ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন।

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২১ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মূলত জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার গুরুত্বপূর্ণ দুটি ফেরিঘাট মাওয়া ও পাটুরিয়ায় বিজিবি মোতায়েন হয়েছে।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান শনিবার রাতে সাংবাদিকদের বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি তাদের কার্যক্রম শুরু করেছে। রোববার আরও বিজিবি মোতায়েন হবে।

এদিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে গৌন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে পুলিশের পাশাপাশি অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরিচা বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাপ আরও বেড়ে গেছে। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।