মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন।
ওসি শামীম হোসেন বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালকিনি থানার এসআই আশরাফ, এসআই সাইদ, এসআই ফয়সাল, এসআই কাঞ্চন, এসআই ইসহাকসহ পুলিশের একটি দল কালকিনির আমিরিয়া গোপালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০০ গ্রাম গাঁজাসহ আরব আলী মাতুব্বর (৬০), তার ছেলে রুবেল মাতুব্বর (২৫) ও তার স্ত্রী জরিনা বেগম (৪৮) কে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ হাজার ৫৫০ টাকাও উদ্ধার করা হয়। আটককৃতরা একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে। তারা দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এরা এলাকায় মাদক ব্যবসায়ী পরিবার হিসেবে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।