ঢাকাশনিবার , ২৯ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এবার করোনাভাইরাস পৌঁছে গেলো মাউন্ট এভারেস্টে।

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের নেপালি গাইড বুদধি বাহাদুর লামা করোনা আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে তাবুতে আইসোলেশনে রয়েছেন। পর্বতারোহীরা বলেছেন, এতে বেজ ক্যাম্পে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চারজনের অভিযাত্রী দলের সদস্য বাহাদুর লামা যিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ার পাদদেশে করোনা আক্রান্ত হয়েছেন, এতে অন্যান্যদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

৩৫ বছর বয়সী লামা এএফপিকে বলেন, ‘এটি কেবল আমাদের সমস্যা নয়, এই মুহূর্তে বেজক্যাম্পের বেশীর ভাগ দলেই এই সংক্রমণ ঘটেছে।’

পর্বতারোহী দলের সদস্যদের মধ্যে করোনা পজেটিভ হওয়ার আশঙ্কা করার পর অন্তত দুটি কোম্পানি পর্বতারোহন স্থগিত করায় কয়েক ডজন পর্বতারোহীকে আকাশ পথে ক্যাম্প থেকে সরিয়ে আনা হয়েছে।

যদিও নেপাল কর্তপক্ষ এখনো এভারেস্টে কারো করোনা সংক্রমিত হওয়ার ঘটনা স্বীকার করেনি। গত বছর দেশটির পর্যটন শিল্পে কোভিড সাটডাউনের কারণে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
লামার উপসর্গ হালকা তবে তিনি বলেন, অনেক পর্বতারোহী গুরুতর অসুস্থ হয়েছেন।

তুলনামূলক উষ্ণ আবহাওয়ায় এভারেস্ট এবং অন্যান্য শৃঙ্গে পর্বতারোহনের এই মৌসুমে নেপালে কোভিড- ১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা একই সময়ে ঘটলো। নেপালে প্রতিদিন গড়ে ৮ হাজার লোক করোনা আক্রান্ত হচ্ছে।

দুই মাস আগে থেকে পর্বতারোহন শুরু হয়েছে, প্রায় ১ হাজার পর্বতারোহী এখন তাবুতে রয়েছেন, তাদের সঙ্গে নেপালি গাইড রয়েছেন।

ইতোমধ্যেই ৩৫০ জনের বেশী পর্বতারোহী সামিটের কাছাকাছি রয়েছেন, তবে তারা পরবর্তী উপযোগি আবহাওয়ার অপেক্ষায় বেজ ক্যাম্পে রয়েছেন।

এই উচ্চতায় শ্বাস নেয়াই কঠিন, সেখানে করোনা উপসর্গ দেখা দিলে সেটা মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ক্যাম্প ক্লিনিকের এক কর্মকর্তা বলেছেন, সম্প্রতি স্বাস্থ্যগত কারণে ৩০ জনের বেশী পর্বতারোহীকে আকাশ পথে সরিয়ে আনা হয়েছে, তাদের অনেকে সামাজিক মাধ্যমে পোস্টে তাদের করোনার চিকিৎসার কথা জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।