কলাপাড়ায় পৃথক পৃথক দুটি
ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে জমজ দুই বোনের খেলার
ছলে ওড়নায় ফাঁস লেগে লিনা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশু
মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের এনামুল হাওলাদারের মেয়ে ও একই
ইউনিয়নের মহিপুর গ্রামে একইদিন বিকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে
রনজিৎ (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে মহিপুরের মৃত প্রীতিলাল
দাসের পুত্র। পরিবারের সদস্যরা উভয়কে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক পৃথক দুটি
অপ:মৃত্যু মামলা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান গনমাধ্যমকে
বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যা থাকায় মানসিক ডিপ্রেশন থেকে ছেলেটি
আত্মহত্যা করতে পারে। আর মেয়েটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে
ভিজা অবস্থায় ছিল ধারণা করা হচ্ছে খেলার ছলে ওড়না পেচিয়ে মারা যেতে পারে।
তবে লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।