মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই বন্দি বিনিময়ের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) টুইটারে প্রেসিডেন্ট বাইডেন ওভাল অফিস থেকে গ্রিনারের স্ত্রী চেরেল এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে একটি ছবি পোস্ট করেছেন। এতে বাইডেন লিখেছেন, ‘আমি ব্রিটনির সাথে কথা বলেছি। সে নিরাপদে আছে। সে এখন বিমানে আছে। সে বাড়ি ফিরে আসছে।’
এর আগে জুলাই মাসে বাইডেন প্রশাসন বন্দি বিনিময়ের মাধ্যমে ব্রিটনির মুক্তি চেয়েছিল। এছাড়া মস্কো দীর্ঘদিন ধরে বাউটের মুক্তি চেয়েছিল। ভিক্টর বাউট সাবেক সোভিয়েত সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করে অ্যাঙ্গোলা, লাইবেরিয়া, সিয়েরালিয়ন, কঙ্গোতে অস্ত্র ব্যবসা করায় তাকে ‘মরণ ব্যবসায়ী’ বলে ডাকা হতো। তিনি লাইবেরিয়ার প্রেসিডেন্ট চার্লস টেইলরের খুব ঘনিষ্ঠ ছিলেন। তার সহায়তায় ভিক্টর বিভিন্ন দেশে অস্ত্র সাম্রাজ্য বিস্তার করেন।
মূলত কঙ্গো ও অ্যাঙ্গোলায় অস্ত্র বিক্রি করে লাইমলাইটে চলে আসেন বাউট। ২০১০ সালে স্ট্রিং অপাররেশন চালিয়ে ৫ বছরের চেষ্টায় গ্রেফতার অবস্থায় তাকে থাইল্যান্ড থেকে আমেরিকায় হস্তান্তর করা হয়। মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্রের দায়ে বাউট যুক্তরাষ্ট্রের আদালত থেকে ২৫ বছরের সাজা পেয়েছেন।
এদিকে, ফেব্রুয়ারিতে মস্কো বিমানবন্দরে মাদক রাখার জন্য গ্রেফতার করা হয়েছিল ব্রিটনি গ্রিনারকে। রাশিয়ার আদালত এই বাস্কেটবল খেলোয়াড়ের মুক্তির আবেদন খারিজ করে দেন। সেইসঙ্গে ৯ বছর কারাদণ্ড দেয়া হয়। গ্রিনার এনবিএ লিগের ফিনিক্স মার্কারিতে খেলেন। তিনি ২ বার অলিম্পিকে সোনা জিতেছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।