কোনো দেশেই ইসরায়েলের দূতাবাস আর নিরাপদ নয়। দেশটিকে এমন হুমকি দিয়েছে ইরান। রোববার (৭ এপ্রিল) এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহইয়া রাহিম সাফাভি। জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
তার দাবি, ইসরায়েলের সাথে সংঘাতকে এখন বৈধ ও আইনি অধিকার হিসেবে দেখছে তেহরান। সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে হামলার পর থেকেই তেল আবিবকে হুমকি দিয়ে আসছে ইরান। এমনকি সরাসরি ইসরায়েলে আঘাত হানতে পারে, এমন অন্তত ৯টি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
এদিকে, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইসরায়েলও আছে সতর্ক অবস্থানে। এরইমধ্যে ইরানের হামলার ভয়ে জোরদার করেছে প্রতিরক্ষাব্যবস্থা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গণমাধ্যমকে বলেন, ইরানের যেকোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত তারাও।
/এএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।