ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কৌতুক অভিনেতা রনিকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২২ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন চিকিৎসকরা। রনির শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হওয়ায় এই পরিকল্পনা নিয়েছেন তারা।

বুধবার (৫ অক্টোবর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন সংবাদমাধ্যমকে এসব কথা জানান।

তিনি বলেন, রনির শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার শরীরে আগামী শনিবার (৮ অক্টোবর) অথবা রোববার (৯ অক্টোবর) ড্রেসিং করা হবে। ড্রেসিংয়ের পরই তাকে ছাড়পত্র দিতে পারব বলে আশা করছি। তবে বোর্ডের চিকিৎসকরা যদি মনে করেন তাহলে তাকে আরও কয়েকটা দিন হাসপাতালে রাখা হতে পারে।

ডা. আইউব বলেন, তার মুখমণ্ডল, কানের ক্ষত শুকিয়ে গেছে। সেখানকার ব্যান্ডেজ খুলে দেয়া হয়েছে। শুধু হাতের কিছু অংশে সামান্য ক্ষত থাকায় সেখানে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। পরে ড্রেসিংয়ে বুঝা যাবে সেখানকার সবশেষ কি অবস্থা। তবে আমরা আশা করছি তাকে শিগগিরই ছাড়পত্র দিতে পারব।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন দেশবরেণ্য কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য।

রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শ্বাসনালী সহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হওয়ায় আইসিইউতে রাখা হয়।

অবস্থার কিছুটা উন্নতি হলে তাদেরকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।