ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিমিয়া ছেড়ে পিছু হটছে রুশ সেনারা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভের পর এবার ক্রিমিয়া ছাড়ছে রুশ কমান্ডারসহ অন্যান্য সেনারা। ইউক্রেনের গোয়েন্দাদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রুশ দখলদাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ক্রিমিয়া ছেড়ে যেতে শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি রুশ কর্মকর্তারা পরিবারের সদস্যদের জরুরিভিত্তিতে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাচ্ছে। এছাড়া রুশ প্রক্সি, গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে। রুশ বাহিনীর সরে যাওয়ার পদক্ষেপকে ইউক্রেনের সেনাদের বড় ধরনের সাফল্য মনে করাছেন তারা।

অন্যদিকে রুশ অধিকৃত আরও কিছু এলাকা পূনর্দখলের দাবি করেছে ইউক্রেন।দেশটির সীমান্ত রক্ষী বাহিনী জানায়, রুশ সীমান্তের কাছে ভভচ্যাংকস শহরের দখল নিয়েছে ইউক্রেনীয় সেনারা। এছাড়া রুশ সেনারা মেলিটোপল শহর ত্যাগ করছে।

শহরের মেয়র জানান, মেলিটোপল ছেড়ে ক্রিমিয়ার দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। এদিকে এক ফোনালাপে পুতিনকে ইউক্রেন থেকে রুশ বাহিনীকে পুরোপুরি সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ।

এর আগে গত ১০ সেপ্টেম্বর পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি ছেড়ে যায় রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর অভিযানের মুখে খারকিভ প্রদেশের ইজিউম শহরে অবস্থিত ওই ঘাঁটি থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। ঘাঁটিতে বিপুল পরিমাণ গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে যায় তারা।

খারকিভের ঘটনার পর রাশিয়ার হাতে বেদখল হওয়া ইউক্রেনের সব ভূখণ্ড পুনরুদ্ধারে নজর দেয় ইউক্রেন। এ লক্ষ্য অর্জনে কিয়েভকে অবিলম্বে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সবশেষ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে ইউক্রেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ছয় মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রাশিয়া দেশটির অনেক এলাকা দখল করে আছে। তবে বিশ্লেষকদের অনেকেই রুশ সেনাদের পশ্চাৎপসরণকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।